Present Perfect Continuous Tense কাকে বলে?
অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনও চলমান এমন বোঝালে তা present perfect continuous tense হয়।
উল্লেখ্য, বাংলায় এই tense-এর ব্যবহার অতটা দেখা যায় না।
এই tense-এ সর্বদাই দুটি কাজ লক্ষণীয়:
- কোনো কাজ অতীতে শুরু হবে।
- সেই কাজটাই বর্তমান সময় পর্যন্ত চলবে।
দুইটি বাক্য লক্ষ্য করো:
- সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
- পাঁচ ঘন্টা যাবৎ তারা কাজ করছে।
প্রথম বাক্যে, কাজটি শুরু হয় অতীত/পূর্ব সময় সকালে এবং বৃষ্টি এখনও চলমান।
দ্বিতীয় বাক্যে, পাঁচ ঘণ্টা পূর্বে কাজটি শুরু করে পাঁচ ঘণ্টা ধরে এখনও কাজটি চলমান।
এইভাবে, কোনো কাজ অতীত সময়ে শুরু হয়ে বর্তমানে চলমান বোঝালে, তাকে present perfect continuous tense Bangla-এ translation করতে হয়।
“Since & For” in Present Perfect Continuous Tense “Since”
“Since” = এটি অতীত সময়ের একটি নির্দিষ্ট সময় সম্পর্কে কথা বলতে ব্যবহৃত হয় (It is used to talk about a point of past time.)
“For” = এটি একটি সময়কাল সম্পর্কে কথা বলতে ব্যবহৃত হয় (It is used to talk about a period of time.)
Present perfect continuous tense এর আরেকটি সহজ উপায়:
Present perfect continuous tense এ বাংলায় “থেকে বা হতে” বোঝালে/থাকলে, preposition “since” বসে এবং বাংলায়” যাবৎ বা ধরে” বোঝালে/থাকলে, preposition “for” বসে।
Structure of present perfect continuous tense
⇒ Subject + have been/has been + verb + ing + —–
⇒ Subject + have been/has been + verb + ing + since/for+
Present perfect continuous tense এর বাংলা উদাহরণঃ
- I have been reading this book since morning. (আমি সকাল থেকে এই বইটি পড়ছি ।)
- He has been working for two hours. (সে দুই ঘণ্টা ধরে কাজ করছে।)
- We have been discussing the matter for one hour. (একঘণ্টা যাবৎ আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি।)
লক্ষণীয়, উপরের বাক্যগুলো দ্বারা অতীত Present perfect continuous tense-এ সময়ে কাজ শুরু হয়ে বেশ কিছু সময় চলছে, এমন বোঝানোয়, বাক্যগুলো Present perfect continuous tense এ গঠন করা হয়েছে।
Read More:
- Present Indefinite Tense Bangla: With Video Class (Fully Explained)
- Present Continuous Tense Bangla: With Video Class (Full Explained)
- Present Perfect Tense কাকে বলে? – Bangla Fully Explained
অজানা কথা:
1. Have been/Has been থাকা মানেই সেটি Present prefect continuous tense নয়।
দুইটি shortcut দেখে নাও।
- have been/has been + verb + ing = Present perfect continuous
- have been/has been + adj/noun/noun phrase = Present perfect
Examples of present perfect continuous tense
- He has been working since morning. = Present perfect continuous
- He has been an icon cricketer. = Present perfect
2. Since-এর পর কোনো clause/sentence থাকলে since হবে “conjunction”। তবে since এর পর noun/noun phrase হলে উক্ত since হবে “preposition”.
Examples of present perfect continuous tense
- It is ten years since I met you. = conjunction
- It has been raining since morning. = preposition
লেখাটিতে বানানগত ভুল আপনার চোখে পড়লে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যা, লেখাটি হ্যাল্পফুল হয়ে থাকলে বা কিছু শিখে থাকলে ডান পাশে আমাদের নিউজলেটারে আপনার ই-মেইলটি সাবমিট করুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। এতে পরবর্তি সকল লেখার আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ