প্রাথমিক অবস্থা থেকে চূড়ান্ত শাটডাউন পর্যন্ত প্রতিটি মুহুর্তে সিনক্রোনাস মোটরটি পরিচালনা করার জন্য প্রয়োজনীয় টর্ক এর বৈশিষ্ট্যগুলি বোঝা গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য সিনক্রোনাস মোটর ব্যবহার করতে, মোটরের সাথে যুক্ত টর্কের প্রকারগুলি জানা উচিত। সিনক্রোনাস মোটরের সাথে যুক্ত বিভিন্ন ধরণের টর্ক নিচে দেওয়া হলঃ
সিনক্রোনাস মোটরের বিভিন্ন টর্কের তালিকা
টর্ক বলতে ঘূর্ণন মোমেন্টকে বুঝায়, যা ব্যতিরেকে মোটর ঘুরতে পারে না। একটি সিনক্রোনাস মোটরে যে সকল টর্ক উৎপন্ন হয়, সেগুলো হলঃ
১। স্টার্টিং টর্ক (Starting torque) নিম্ন ও উচ্চমানের
২। রানিং টর্ক (Running torque )
৩। পুল ইন টর্ক (Pulf in torque)
৪। পুল আউট টর্ক (Pull out torque)
আসুন সিনক্রোনাস মোটরের সাথে যুক্ত বিভিন্ন ধরণের টর্কগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি।
একটি সিনক্রোনাস মোটরের ৪ প্রকার টর্কের বর্ণনা
১। স্টার্টিং টর্ক (Starting torque)
বর্তমানে অধিকাংশ সিনক্রোনাস মোটরকে স্বয়ং চালু হবার ব্যবস্থা করা হয়। এজন্য এর রোটরের পোল ফেসে (Pole faces) স্কুইরেল কেজ ওয়াইন্ডিং করা হয়। যাতে ইন্ডাকশন মোটরের মত স্বয়ং চালু হতে পারে। কাজেই বলা যায়, সিনক্রোনাস মোটরের স্টেটরে পূর্ণ ভোল্টেজ প্রয়োগ করলে মোটর দ্বারা যে টর্ক বা টুইস্টিং শক্তির সৃষ্টি হয়, তাকে স্টার্টিং টর্ক বলে।
এ টর্ক নিম্ন ও উচ্চ মানের হতে পারে। সিনক্রোনাস মোটরের রোটরের পোল ফেসে (Pole laces) লো-রেজিস্ট্যান্স স্কুইরেল কেজ ওয়াইন্ডিং করা থাকলে, তখন স্টার্টিং টর্ক নিম্নমানের হয়। যেমন- ব্রোয়ার, পাম্প, গ্রাইন্ডার, এয়ার কম্প্রেসার, সেন্ট্রিফিউগাল এবং রিসিপ্রোকেটিং পাম্প ইত্যাদির স্টার্টিং টর্ক নিম্নমানের তথা 30% থেকে 50% হয়।
আবার যখন সিনক্রোনাস মোটরের রোটরে পোল ফেসে হাই-রেজিস্ট্যান্স স্কুইরেল কেজ ওয়াইন্ডিং অথবা পোল ফেসের খাঁজে (Slot) ইনসুলেটেড ওয়াইন্ডিং (স্লিপ রিং এর সঙ্গে সংযোজিত) ব্যবহার করা হয় তখন স্টার্টিং টর্ক উচ্চ মানের হয়। এক্ষেত্রে স্টার্টিং টর্ক 100% থেকে 250% হয়।
উদাহরণস্বরূপ, বল, রড এবং টিউব মিল, খনির যন্ত্রপাতিতে, লাইন শ্যাফট, ময়দার মিল ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের উচ্চ স্টার্টিং টর্ক বিশিষ্ট সিনক্রোনাস মোটর ব্যবহৃত হয়।
২। রানিং টর্ক (Running torque)
একটি সিনক্রোনাস মোটরে রানিং অবস্থায় যে টর্ক সৃষ্টি হয়, তাকে রানিং টর্ক বলে। ড্রাইভ মেশিনের হর্স পাওয়ার এবং স্পীড দ্বারা এ টর্ক নির্ণয় করা হয়।
অর্থাৎ চলমান অবস্থায় একটি সিনক্রোনাস মোটর দ্বারা বিকশিত টর্ককে রানিং টর্ক বলা হয়। চলমান টর্ক পাওয়ার রেটিং এবং মোটরের গতি দ্বারা নির্ধারিত হয়। পিক আউটপুট শক্তি চালিত মেশিনের জন্য প্রয়োজনীয় সর্বাধিক চলমান টর্ক নির্ধারণ করে।
৩। পুল ইন টর্ক (Pull in torque)
একটি সিনক্রোনাস মোটর ইন্ড’কশন মোটরের ন্যায় স্টার্ট নেয় যতক্ষণ পর্যন্ত এর স্পীড 2% হতে 5% এর নিচে থাকে। যদি এ সময় রোটর পোলে এক্সাইটেশন প্রয়োগ করা হয় তখন স্টেটরের ঘুরন্ত ম্যাগনেটিক ফিল্ড রোটরকে পিছনে টানিয়া রাখে।
অর্থাৎ যে পরিমাণ টর্ক সিনক্রেনাস মোটরের স্টেটরের ঘুরন্ত ম্যাগনেটিক ফিল্ড রোটরকে পিছনে টেনে রাখে, তাকে পুল ইন টর্ক বলে।
৪। পুল আউট টর্ক (Pull out torque)
সে গতিবেগ বজায় রেখে একটি সিনক্রোনাস মোটর সর্বোচ্চ যে পরিমাণ ঘূর্ণক উৎপন্ন করতে সক্ষম হয়, তাকে ঐ মোটরের “পুল আউট টক” (Pull oul torque) বলে। লোড বেড়ে যাওয়ার ফলে মোটরের ঘূর্ণক যদি পুল আউট টর্কের চেয়ে বেশি হওয়ার উপক্রম হয়, তবে সঙ্গে সঙ্গে মোটরের গতি বন্ধ হয়ে যাবে।
অতএব, লোড টর্কের সর্বাধিক মান যা একটি সিনক্রোনাস মোটর রেটেড ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিতে সিনক্রোনিজম না হারিয়ে বিকাশ করতে পারে তাকে পুল-আউট টর্ক বা ব্রেকডাউন টর্ক বলা হয়।
আরও পড়ুন:
- ভি-কার্ভঃ অঙ্কন, কার্যপ্রণালি, বিভিন্ন পয়েন্ট ও অবস্থান
- স্ট্রেইন গেজের গেজ ফ্যাক্টর নির্ণয় করার পদ্ধতি
- বৈদ্যুতিক ত্রুটি কি? কত প্রকার? ত্রুটির কারণসমূহ
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
সিনক্রোনাস মোটরের টর্কের তালিকা দাও?
টর্কের তালিকাগুলো হলঃ (ক) স্টার্টিং টর্ক নিম্ন ও উচ্চ মানের (খ) রানিং টর্ক (গ) পুল ইন টর্ক (ঘ) পুল আউট টর্ক।
সিনক্রোনাস মোটরের স্টার্টিং টর্ক কাকে বলে?
সিনক্রোনাস মোটরের স্টেটরে পূর্ণ ভোল্টেজ প্রয়োগ করলে মোটর দ্বারা যে টর্ক বা টুইস্টিং ফোর্সের সৃষ্টি হয়, তাকে স্টার্টিং টর্ক বলে।
সিনক্রোনাস মোটরের স্টার্টিং টর্ক কত প্রকার ও কী কী?
সিনক্রোনাস মোটরের স্টার্টিং টর্ক দু’ প্রকার, যথা : (ক) লো-স্টার্টিং টর্ক ও (খ) হাই-স্টার্টং টর্ক।
সিনক্রোনাস মোটরে স্টার্টিং টর্ক কখন নিম্নমানের হয়?
যখন সিক্রোনাস মোটরের রোটরের পোল ফেসে লো-রেজিস্ট্যান্স স্কুইরেল কেজ ওয়াইন্ডিং করা থাকে তখন স্টার্টিং টর্ক নিম্নমানের হয়।
সিনক্রোনাস মোটরে “লো-স্টার্টিং” টর্কের মান কত হয়?
লো-স্টার্টিং টর্কের মান 30% থেকে 50% এর মধ্যে হয়।
সিনক্রোনাস মোটরে “হাই-স্টার্টিং” টর্কের মান কত হয়?
হাই-স্টার্টিং টকের মান 100% থেকে 250% এর মধ্যে হয়।
কী কী ক্ষেত্রে লো-স্টার্টিং টর্ক বিশিষ্ট সিনক্রোনাস মোটর ব্যবহৃত হয়?
ব্যবহারের ক্ষেত্রগুলো হলঃ (ক) ব্লোয়ার, (খ) পাল্প গ্রাইন্ডার, (গ) এয়ার কম্প্রেসর, (ঘ) সেন্ট্রিফিউগাল পাম্প, (ঙ) রিসিপ্রোকেটিং পাম্প ইত্যাদি।
কী কী ক্ষেত্রে হাই-স্টার্টিং টর্ক বিশিষ্ট সিনক্রোনাস মোটর ব্যবহৃত হয়।
ব্যবহারের ক্ষেত্রগুলো হল : (ক) বল রঙ এবং টিউব মিল, (খ) খনির যন্ত্রপাতি, (গ) লাইন শ্যাফট, (খ) ময়দার মিল ইত্যাদি।
সিনক্রোনাস মোটর কোন সময় এসি বাসবার থেকে কম কারেন্ট গ্রহণ করে?
ইউনিটি বা একক পাওয়ার ফ্যাক্টরে সিনক্রোনাস মোটর এসি বাসবার থেকে সবচেয়ে কম কারেন্ট গ্রহণ করে।
লোড স্থির অবস্থায় সিনক্রোনাস মোটরে এক্সাইটেশন কমবেশি করলে পাওয়ার ইনপুট কী হয়?
পাওয়ার ইনপুট সবক্ষেত্রেই একই থাকে।
লোড স্থির অবস্থায় আন্ডার এক্সাইটেশনে সিনক্রোনাস মোটরে লব্ধি ভোল্টেজ বৃদ্ধি পায় কেন?
আন্ডার এক্সাইটেশনে একই গতি বজায় রাখতে কাউন্টার ইএসএফ এর মান কমে যায়, ফলে লব্ধি ভোল্টেজ বৃদ্ধি পায়।