A Learning Place For Everyone

Present Indefinite Tense Bangla: With Video Class (Fully Explained)

Simple Present indefinite Tense

3 31

What is Present Indefinite Tense Bangla?

যে Tense দ্বারা বর্তমান কালের সাধারণ কোনো কাজ করা হয়। এমন অর্থ দিয়ে থাকে, সে Tense -কে Present Indefinite Tense বলে। একে Simple Present Tense ও বলা হয়।

এছাড়াও,

i. চিরন্তন সত্য (Universal Truth) ii. নিকট ভবিষ্যৎ (Near future) iii. অভ্যাসগত কর্ম (Habitual fact) iv. ঐতিহাসিক সত্য (Historical truth) এই ৪ ধরনের কাজও Present Indefinite-এর অন্তর্ভুক্ত।

Bangla present indefinite tense structure:

  1. Subject + verb + extension
  2. Subject (He, She, It, কোনো কিছুর নাম) + verb + s/es + extension

Present indefinite tense examples Bangla:

  • I miss you. (Subject “I” + verb + extension) (আমি তোমাকে অনুভব/মনে করি।)
  • We work hard for our future. (Subject “We” + verb + extension) (আমরা কঠোর পরিশ্রম করি আমাদের ভবিষ্যতের জন্য।)
  • He reads a book ( Subject “He” + verb + extension) (সে একটি বই পড়ে।)
  • She sings a folk song. (Subject “She” + verb + s + extension) (সে একটি লোকসঙ্গীত গায়।)
  • Niloy goes to market. (Subject “Niloy” + verb+es + extension) (নিলয় বাজারে যায়।)
  • It depends on your activity. (Subject “It” + verb + s + extension) (এটা তোমার কর্মকান্ডের উপর নির্ভর করে।)

লক্ষণীয়, উপরের বাক্যগুলো Present indefinite tense হওয়ায় structure ( i ও ii) অনুযায়ী verb-এর পরিবর্তন হয়েছে।

অজানা কথা:

  1. একমাত্র present indefinite tense ছাড়া কখনোই কোনো verb এর সাথে s/es যোগ হয় না।
  2. Subject 3rd person singular number (He, She, It, abstract noun, material noun, uncountable noun, gerund, Infinitive হলে present indefinite tense-এ verb এর সাথে “s/es” যুক্ত হয়।

Present indefinite tense -এ “s” বা “es” বসানোর নিয়মঃ

  1. Verb-এর শেষে ss, sh, ch, gh, o, x, xz থাকলে “es” যোগ করতে হয়।
  2. Verb-এর শেষে y থাকলে এবং y-এর পূর্বে Consonant থাকলে y তুলে “ies” যোগ করতে হয়।

উপরের দুইটি নিয়ম ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে verb এর সাথে “s” যুক্ত হয়।

Bangla Simple Present Tense এর দ্বন্দ্ব দূর করে নাও

  1. Verb+s/es = Singular verb – যেমন: goes, reads, comes etc.
  2. Noun+s/es = Plural noun – যেমন: books, pens, mobiles etc.

♦ Simple Present Tense এর কিছু অভ্যাসগত কর্ম (Habitual fact):

  • আমি নিয়মিত ব্যায়াম করি। = I take exercise regularly.
  • সে প্রতিদিন দুইবার ঔষধ সেবন করে। He takes medicine twice everyday.
  • সে নিয়মিত নামাজ আদায় করে। = He takes salat regularly. 

লক্ষণীয়, উপরের প্রতিটি বাংলা বাক্যের অর্থ “নিয়মিত বা প্রতিদিন”, এমন অর্থ দেওয়ায় উক্ত বাক্যগুলো অভ্যাসগত কর্মকে বুঝিয়েছে। এই জন্য বাক্যগুলোকে present indefinite tense-এ translate করা হয়েছে।

অজানা কথা:

i. ইংরেজিতে “regularly everyday, daily every habitually” এমন শব্দের উল্লেখ থাকলে তা present indefinite tense habitual fact বোঝায়

ii. অনেক বাক্যে “নিয়মিত বা প্রতিদিন” এমন বাংলা শব্দের উল্লেখ না থাকলেও অর্থ করার সময় “নিয়মিত, সর্বদাই বা প্রতিদিন” শব্দগুলো ব্যবহার করলেও বাংলা বাক্যের অর্থ ঠিক থাকে তাই তাকে Present indefinite tense-এ translation করতে হয়। যেমন:

   = বাংলাদেশের মানুষ অতিথি সেবায় বিশ্বাসী। – The people of Bangladesh believe in hospitality.

এই কথাটি বলা যেতে পারে।

   = বাংলাদেশের মানুষ (সর্বদাই) অতিথি সেবায় বিশ্বাসী। The people of Bangladesh believe in hospitality.

Read  More:

♦ Present indefinite tense Bangla -এর কিছু চিরন্তন সত্য (Universal truth):

  • সূর্য পূর্ব দিকে উঠে। – The sun rises in the east.
  • সূর্য পশ্চিম দিকে অস্ত/ডুবে যায় = The sun sets in the west.
  • গাছ আমাদের ছায়া দেয় = Tree gives us shade.
  • আমরা গাছ থেকে অক্সিজেন নিই। = We get oxygen from trees.
  • রাতের পরে দিন আসে । Day comes after night.

লক্ষণীয়, উপরের বাক্যগুলো সর্বজনীন “চিরন্তন সত্য”। যুগের পর যুগ আসলেও বাক্যগুলোর অর্থগত কোনো পরিবর্তন হবে না। এই জন্য বাক্যগুলোকে present indefinite tense এ translate করা হয়েছে।

♦ Simple Present Tense এর কিছু ঐতিহাসিক সত্য (Historical truth):

  • শাহজাহান তাজমহল তৈরী করেন = Shahjahan builds the Taj Mahal.
  • সক্রেটিস তার শিষ্যদের নৈতিকতা শিক্ষা দিতেন = Socrates teaches his disciples moral lesson. 
  • ইবনে সিনা রোগীদের সমস্যা অনুভব করতেন = Ibn Sina feels the problems of the patients.

লক্ষণীয়, উপরের বাক্যগুলো দ্বারা “ঐতিহাসিক সত্য” ঘটনাকে বোঝানো হয়েছে। এইজন্য, বাক্যগুলোকে present indefinite tense এ translate করা হয়েছে।

অজানা কথা:

  1. ঐতিহাসিক সত্য বা historical truth বোঝার ক্ষেত্রে সাধারণত খ্যাতনামা ব্যক্তি বা ঐতিহাসিক স্থানের নামের উল্লেখ থাকে।
  2. এই জাতীয় sentence এ অনেকেই ভুল করে verb-এর past tense দিয়ে থাকে। কেননা, তারা ধারণা করে, যে ব্যক্তি নিয়ে ঘটনা সেই ব্যক্তিতো আর বেঁচে নেই। মনে রেখো, কখনোই এই জাতীয় বাক্যের verb past tense করা যাবে না।

♦ Simple Present Tense এর কিছু নিকট ভবিষ্যৎ (Near future):

  • সে আগামী কাল আসবে। = He comes tomorrow.
  • আমি তোমাকে খবরটি আগামী কাল জানাবো = I inform you of the news tomorrow.
  • আমাদের কলেজ ১ তারিখে খুলবে। = Our college opens on the first.
  • এই বছরের জানুয়ারিতে বাবা বাড়ী আসবেন। = Father comes on January of this year.

উল্লেখ্য, উপরের বাক্যগুলো দ্বারা “নিকট ভবিষ্যৎ বা খুবই আসন্ন কোনো ঘটনাকে বোঝানো হয়েছে। এজন্য বাক্যগুলোকে present indefinite tense-এ translate করা হয়েছে।

অজানা কথা:

  1.  অনেক ক্ষেত্রেই তিন প্রকার tense এর ব্যাপারে Grammarian-রা দ্বিমত পোষণ করেছেন। তাদের মতে tense দুই প্রকার: i. Past ii Present তাদের মতে present tense দিয়ে future action/activity কে প্রকাশ করা সম্ভব যা নিকট ভবিষ্যত মূলক বাক্যগুলো দেখলেই বোঝা যায়।
  2. উপরে উল্লিখিত বাক্যগুলোকে চাইলে Simple future tense এ translate করা যায়।
  3. সকল imperative sentence-ই present indefinite tense.

For example:

  • Go there at once (এক্ষুণি সেখানে যান।)
  • Please help them.(তাদের সাহায্য করুন।)
  • Let it be done. (এটা করা যাক।)

আরো কিছু Bangla present indefinite tense structure:

Affirmative (হা বোধক):  Subject + verb (s / es) + extension

For example:

  • I like to sing a folk song. (আমি লোক সঙ্গীত গাইতে পছন্দ করি।)
  • He reads a novel. (সে একটি উপন্যাস পড়ে।)
  • The boys swim. (বালক গুলো সাঁতার কাটে।)

Negative (না বোধক): Subject + do/does + not + v1 + extension

For example:

  • I do not like to sing a folk song (আমি একটি লোকসঙ্গীত গাইতে পছন্দ করি না।)
  • He does not read a novel. (সে উপন্যাস পড়ে না।)
  • The boys do not swim. (বালকগুলো সাঁতার কাটে না।)

Interrogative (প্রশ্নবোধক): Do/does + subject + v1 + extension?

For example:

  • Do I like to sing a folk song? (আমি কি লোকসঙ্গীত গাইতে পছন্দ করি?)
  • Does he read a novel? (সে কি উপন্যাস পড়ে?)
  • Do the boys swim? (বালকগুলো কি সাঁতার কাটে না?)

অজানা কথা:

  • I, we, you-এই person গুলোর জন্য auxiliary verb “do” বসে।
  • I, we, you, they-এই ৪টি person ছাড়া অন্যান্য সকল person-গুলোর জন্য auxiliary verb “does” বসে।
  • “Do, does” থাকা মানেই বাক্যটি present indefinite tense
  • “Do, does”-এর পরবর্তী main verb এর সর্বদাই base form (v1) হয়
  • Do / does “auxiliary verb” হলেও যদি কোন বাক্যে Do/docs একটি verb হয়, তবে তা main verb/principal verb হবে।

For example :

  1. He does not agree with me.= auxiliary verb
  2. He does his homework.= main verb/principal verb
  • বাক্যের main verb কে অতিমাত্রায় গুরুত্ব/ জোর (emphasis) দিতে “do/does+vl” বসে।

For example:

  1. He solves the sum properly. (সে সঠিকভাবে অঙ্কটি সমাধান করে।)
  2. He does solve the sum properly. (সে অঙ্কটি অবশ্যই সঠিকভাবে সমাধান করে।) = emphasis
  3. We call you in time of danger. (আমরা তোমাকে বিপদের সময় ডাকি।)
  4. We do call you in time of danger. (আমরা তোমাকে অবশ্যই বিপদে ডাকি।) = emphasis

Also Read:

Present Indefinite Tense Bangla Video Classes

Class-01

Class-2

 

এই ‍লেখাটি হ্যাল্পফুল হয়ে থাকলে বা কিছু শিখে থাকলে ডান পাশে ‍আমাদের নিউজলেটারে আপনার ই-মেইলটি সাবমিট করুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। এতে পরবর্তি সকল লেখার আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ

Show Comments (3)

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More